১০ বছরে দেশের সাধারণ মানুষের জীবন মান উন্নত হয়েছে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮

১০ বছরে দেশের সাধারণ মানুষের জীবন মান উন্নত হয়েছে : প্রধানমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১০ বছরে অামরা এটুকু দাবি করতে পারি যে, বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের জীবন মান উন্নত হয়েছে। অামরা চাই মানুষের জীবন মান অারও উন্নত হোক। বৃহস্পতিবার দুপুরে বিজয় স্মরণি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সংলগ্ন এলাকায় ‘তোষাখানা জাদুঘর’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু অামাদের স্বাধীনতাই দিয়ে যাননি। তিনি (বঙ্গবন্ধু) অামাদের একটি স্বতন্ত্র দেশ উপহার দিয়ে গেছেন। জাতি হিসেবে অামাদের তিনি মর্যাদা দিয়ে গেছেন। সেই মর্যাদা অামাদের রক্ষা করতে হবে। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার দেশ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য নিয়েই অামরা কাজ করে যাচ্ছি।
শেখ হাসিনা বলেন, অামরা ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। এই সুবর্ণজয়ন্তী পালনকালে অামি চাই না দেশে দারিদ্র্য থাকুক। বাংলাদেশকে অামরা দারিদ্র্যমুক্ত করে গড়ে তুলব-সেটাই অামাদের লক্ষ্য।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। তাছাড়া অামরা জাতিসংঘের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) সেটাও গ্রহণ করেছি। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজও শুরু করেছি।



This post has been seen 360 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১