আনুষ্ঠানিকভাবে ড. রেজা কিবরিয়ার যোগদান: মনোনয়ন ফরম জমা

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮

আনুষ্ঠানিকভাবে ড. রেজা কিবরিয়ার যোগদান: মনোনয়ন ফরম জমা

নিউ সিলেট ডেস্ক : আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবীদ ড. রেজা কিবরিয়া আওয়ামী লীগ ছেড়ে ড. কামাল হোসেনের গণফোরামে যোগ দিয়েছেন। রোববার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের চেম্বারে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এবং দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর জমা দিয়েছেন।
এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, শাহ এএমএস কিবরিয়ার আদর্শ থেকে দূরে আওয়ামী লীগ। তাই গণফোরামে যোগ দিয়েছি।
তিনি বলেন, আমার বাবার এই আদর্শ থেকে আমি সরিনি। আমি মনে করি এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ ড. কামাল হোসেনের যে দিক নির্দেশনা, আমাদের দেশের ভবিষ্যতের জন্যে এ দিক নির্দেশনা সবার দরকার।
তিনি আরো বলেন, আমি এ দেশের নাগরিক আমার অন্যকোনো দেশে থাকার ইচ্ছা নেই, আমি বাংলাদেশে থাকব এবং আপনাদের সাথে থাকব, আমি এই রূপের বাংলাদেশ দেখতে চাই না। আমি চাচ্ছি একটা নতুন বাংলাদেশ। আমি যে বাংলাদেশ চাচ্ছি আমার মনে হয় না যে, আর কারও স্কোপ আছে ওই ভিশনে আমাদেরকে ফেরত নেওয়ার। যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, ওই স্বপ্নে ফেরত নেওয়ার মতো আর কেউ নেই ড. কামাল হোসেন ছাড়া।
দেশের জন্য কাজ করতে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করবো’ বলেও জানান রেজা কিবরিয়া।
এসময় সেখানে জাতীয় কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও উপস্থিত ছিলেন।



This post has been seen 311 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১