ঐক্যফ্রন্টে সাবেক মন্ত্রী এ কে খন্দকার ও ইটিভির আব্দুস সালাম!

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

ঐক্যফ্রন্টে সাবেক মন্ত্রী এ কে খন্দকার ও ইটিভির আব্দুস সালাম!

নিউ সিলেট ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। রোববার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি যোগদান করবেন।
এ ছাড়া, একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামও গণফোরামে যোগ দেবেন বলে জানা গেছে।
তারা দুইজনই জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করছেন বলে জানিয়েছে একটি সূত্র।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে আরও অনেকেই যোগদান করবেন বলে ধারণা করা হচ্ছে।
এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বিমানবাহিনীর প্রধান ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় একে খন্দকারকে মন্ত্রী করা হয়। তাকে দেয়া হয় সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনা মন্ত্রণালয়।



This post has been seen 337 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১