প্রিজাইডিং অফিসার যেন নিরাপদে থাকে: ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে সিইসি

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

প্রিজাইডিং অফিসার যেন নিরাপদে থাকে: ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে সিইসি

নিউ সিলেট ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কঠোরভাবে যেটা দেখবেন, প্রিজাইডিং অফিসার যেন নিরাপদে থাকে। প্রিজাইডিং অফিসারের ওপর প্রচুর চাপ থাকে। তার ওপরে সব দায়িত্ব থাকে ওই এলাকার।
প্রিজাইডিং অফিসারদের সহযোগিতা করা আপনাদের দায়িত্ব, তাদেরকে কখনো পরিচালনা করতে যাবেন না। তাহলে ভুল হয়ে যাবে। তারা যখন যে সহযোগিতা চাইবে, সেটা করবেন।সহযোগিতা চাওয়ার পরিস্থিতি না থাকলে সেখানে আপনাদের বিবেক-বিবেচনার প্রয়োগ করবেন।
রোববার সকালে নির্বাচন উপলক্ষে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে সিইসি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব সিইসি বলেন, আইনগুলো অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। আপনারা বিজ্ঞ এবং অভিজ্ঞ, অজ্ঞ নন। কারণ, আপনাদের তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিতে হবে। যদি জ্ঞানের কমতি থাকে, অভিজ্ঞতার অভাব থাকে তাহলে সঠিকভাবে আইন প্রয়োগ করতে সক্ষম হবেন না।
এসময় তিনি বলেন, বেশি নয়- ৫/৭টি আইনের গোটা বিশেক ধারা, আচরণ বিধি পড়লেই নির্বাচনী দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন। আপনাদের দায়িত্ব হবে সব রাজনৈতিক দলের সব প্রার্থীদের সমান চোখে দেখা। কারও জন্য কম, কারও জন্য বেশি নয়। কখনো আপনারা এটা করবেন না। যেমন বলা হয়, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। আপনাদের হুকুম হতে হবে আইনানুগ।
সিইসি বলেন, নিরপেক্ষ দায়িত্ব পালনের ব্যাপারে আপনাদের সবাই বলেছেন। আমি আবারো বলি, আপনাদের দায়িত্ব হবে রাজনৈতিক ভাবে সৎ। সবাইকে সমান চোখে দেখা, কারো জন্য বেশি দেখা, কারো জন্য কম দেখা – এ ধরনের আচরণ কখনো আপনারা করবেন না। কথায় আছে, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। এরকম যেন হুকুম হয়, যেটা নড়বে না কখনো। এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে। এসময় অন্যান্য কমিশনারবৃন্দ বক্তব্য রাখেন।



This post has been seen 313 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১