আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮

আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

নিউ সিলেট ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গণফোরামের পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে আবার আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সোমবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ড. কামাল আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গণফোরামের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।
তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে সম্প্রতি গণফোরামে যোগ দেয়া ড. রেজা কিবরিয়া দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের কিছু মৌলিক পরিকল্পনা তুলে ধরবেন। এ ছাড়া কীভাবে দেশের সব মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা যায় এবং বৈষম্য দূর করা যায়, সে সম্পর্কেও কথা বলবেন রেজা কিবরিয়া।
এদিকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েকজন নেতা সংবাদ সম্মেলনে যোগ দিতে পারেন বলে জানা গেছে।
এর আগে রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং দলের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।



This post has been seen 316 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১