সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে কাদের
আমরা ফাঁকা মাঠে গোল দেব প্রধানমন্ত্রী এটি চান না

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮

<span style='color:#ff0000;font-size:20px;'>সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে কাদের </span> <br/> আমরা ফাঁকা মাঠে গোল দেব প্রধানমন্ত্রী এটি চান না

নিউ সিলেট ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা হোক- আওয়ামী লীগ কোনো অবস্থাতেই সেটি চায় না। তিনি বলেন, নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে সেটি জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা ফাঁকা মাঠে গোল দেব, প্রধানমন্ত্রী এটি কোনোভাবেই চান না। সোমবার সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা চেষ্টা করব লেভেল প্লেয়িং ফিল্ড যেন নষ্ট না হয়। কোনো অবস্থাতেই একতরফা ভোট আমরা করতে চাই না।
কাদের বলেন, মনোনয়নপত্র বাতিল করা নির্বাচন কমিশনের এখতিয়ার। এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। আর আওয়ামী লীগ একতরফা নির্বাচন চায় না। যাহা সত্য তাই আমি বলছি। আমাদের নেত্রী শেখ হাসিনাও একতরফা নির্বাচনের মনোভাব পোষণ করেন না।
সরকার সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চায় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই। গতবার বিএনপি ভোটে না এসে যে অবস্থা তৈরি হয়েছিল, আশা করি সেটি এবার হবে না। কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ নষ্ট হোক- এটি আমরা চাই না।
দল হিসেবে আওয়ামী লীগ এক কথায় বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, আমাদের তো জনগণের মধ্যেই থাকতে হবে। দলের গুরুত্বপূর্ণ পদে থেকে আমার একটি দায়িত্ব আছে। এখন এক কথা বলব, আজ থেকে ২৬-২৭ দিন পর যদি এর ব্যত্যয় ঘটে, তখন কি হবে। আমরা এক কথায় বিশ্বাসী।



This post has been seen 433 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১