গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিউ সিলেট ডেস্ক : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। সোমবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি করপোরেশনের হালডোবা এলাকায় বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। নিহতরা সবাই পুরুষ।
নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, মুন্সিগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের সর্জেন্ট (অব.) মিজানুর রহমান, সিরাজগঞ্জের তারাশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন এবং একই এলাকার আব্দুস সামাদ। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি সমীর চন্দ্র সুত্রধর জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতগামী একটি যাত্রীবাহি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল হলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।



This post has been seen 437 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১