অবশেষে জামিন পেলেন ব্যারিস্টার মইনুল হোসেন

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮

অবশেষে জামিন পেলেন ব্যারিস্টার মইনুল হোসেন

নিউ সিলেট ডেস্ক :  মানহানীর ২ মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালতে মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সাথে ছিলেন আইনজীবী মাসুদ রানা।
উল্লেখ্য, একটি বেসরকারি টেলিভিশনের টকশো-তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। ওই টকশো-তে ব্যারিস্টার মইনুল মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ হিসেবে মন্তব্য করেছিলেন।
গত ২২ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর তাকে রংপুরে হওয়া মানহানীর মামলায় গ্রেফতার দেখানো হয়।



This post has been seen 338 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১