আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের আসনবণ্টন

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৮

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের আসনবণ্টন

নিউ সিলেট ডেস্ক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিকদের মধ্যে আসনবণ্টন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে মহাজোটের শরিকদের মধ্যে আসনবণ্টন নিয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ নিজেদের জন্য ২৪০টি আসন রেখেছে, বাকি ৬০টি আসনের মধ্যে ওয়ার্কার্স পার্টিকে ৫টি, জাসদ (ইনু) ৩টি, জাসদ (আম্বিয়া) ১টি, তরিকত ফেডারেশন ২টি, জাতীয় পার্টিকে (জেপি) ২টি আসন দেওয়া হয়েছে। মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি আসন ছাড়ছে আওয়ামী লীগ। এর বাইরে মহাজোটের শরিক যুক্তফ্রন্টকে ৩টি আসন দেওয়া হয়েছে। বাকি যে ২-৪টি আসন এখনো অমীমাংসিত আছে, আজ রাতেই এর সমাধান হয়ে যাবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ২৪০টি আসনে তাদের প্রার্থী রেখেছে। বাকি ৬০টি আসন ১৪ দল ও তার শরিকদের ছাড়া হচ্ছে। শরিক দলগুলো যদি মনে করে তাদের নিজস্ব প্রতীক নিয়ে অন্যান্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তবে তারা তা করতে পারবে। আজ (শুক্রবার) রাতেই ৩০০ আসনের মনোনয়নের একক প্রার্থীর তালিকা দলীয় সভানেত্রীর হাতে দেওয়া হবে। তিনি এটি চূড়ান্ত করবেন।
এদিকে, আজ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলটির চূড়ান্ত মনোনয়নপত্র দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), শফিকুল ইসলাম (চাঁদপুর-৪), মহীউদ্দীন খান আলমগীর (চাঁদপুর-১), আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), শিরীন শারমিনকে (রংপুর-৬) মনোনয়নপত্র দেওয়া হয়েছে।



This post has been seen 321 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১