এ্যানির দুদকের করা দুর্নীতির মামলায় স্থগিতাদেশ বহাল

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

এ্যানির দুদকের করা দুর্নীতির মামলায় স্থগিতাদেশ বহাল

নিউ সিলেট ডেস্ক :::::   অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে করা দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল সোমবার (২৮ নভেম্বর) খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ।
আদালতে এ্যানির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ‍খুরশীদ আলম খান।
পরে আইনজীবী জহিরুল ইসলাম খান বলেন, শহীদ ‍উদ্দিন চৌধুরী এ্যানির এই মামলা হাইকোর্ট স্থগিত করে ছিলেন। সেই স্থগিতাদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন আজ (সোমবার) আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। এর ফলে মামলার কার্যক্রমের উপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশই বহাল থাকল।
এর আগে মামলা বাতিল চেয়ে এ্যানির করা আবেদনের প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন। একইসঙ্গে এই মামলা কেন বাতিল করা হবে না-তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন আদালত।
ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যানির সম্পদের বিষয়ে ২০১৪ সালের জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে দুদক। এর ৯ মাসের মাথায় ৯ অক্টেবার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় এ মামলা দায়ের করেন কমিশনের উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ।
এ্যানির মোট ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বলে মামলায় অভিযোগ করা হয়। এছাড়া দুদকে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে তিনি ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।28/11/16-tr24/ns/-



This post has been seen 252 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১