আয়কর দেওয়ার সময় বাড়ানোর সু‌যোগ নেই : মু‌হিত

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

আয়কর দেওয়ার সময় বাড়ানোর সু‌যোগ নেই : মু‌হিত

নিউ সিলেট ডেস্ক :::::  অনলাই‌নে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর মাত্র দুইদিন বা‌কি র‌য়ে‌ছে। এ সময় বাড়ানোর আর সু‌যোগ নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মু‌হিত।
অর্থ মন্ত্রণা‌ল‌য়ে সোমবার (২৮ ন‌ভেম্বর) বেলা সোয়া ১২টার দি‌কে অনলাই‌নে আয়কর রিটার্ণ জমা ‌দেওয়ার সময় তি‌নি এ কথা ব‌লেন।
অর্থমন্ত্রী ব‌লেন, অনলাই‌নে ২০১৬-১৭ অর্থ বছ‌রের জন্য ২ লাখ ১২ হাজার ৬০০ টাকা আয়কর ‌রিটার্ণ জমা দিয়ে‌ছেন। এর আ‌গের অর্থবছ‌রে ১ লাখ ১৭ হাজার ৫৩৩ টাকা জমা দেওয়া হ‌য়ে‌ছে। নয় বছর আ‌গে আমার নীট সম্পদ ছি‌লো ১ কো‌টি ৯৮ লাখ টাকা। বর্তমা‌নে সেটা বে‌ড়ে দাঁ‌ড়ি‌য়ে‌ছে ৩ কো‌টি ২ লাখ টাক‌া।
মন্ত্রী ব‌লেন, বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শে এভা‌বেই অনলাই‌নে আয়কর রিটার্ন জমা দেওয়া হয়। সেখা‌নেও এক‌টি নির্দিষ্ট সময় দেওয়া হয়। ওই সম‌য়ের ম‌ধ্যে সবাই জমা দেন।
মু‌হিত ব‌লেন, এখন থে‌কে আশা করি ট্যাক্স ডে না‌মে এক‌টি দিন থাক‌বে, সেই দি‌নেই দে‌শের জনগণকে আয়কর দে‌বেন।28/11/16-tr24/ns/-



This post has been seen 242 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১