সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮
নিউ সিলেট ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনে দেশের মানুষ উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে অবস্থান নেয়ায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের মানুষ এখন অনেক সচেতন, মিথ্যাচার ও অপপ্রচারে বিভ্রান্ত হয় না।
জনগন আগামী রোববার উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে তা অব্যাহত রাখতে চায় উল্লেখ করে তিনি বলেন, তারা বিএনপি-জামায়াত অপশক্তিকে পরিহার করে উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে চায়।
আওয়ামী লীগের মুখপাত্র এডভোকেট জাহাঙ্গীর কবির নানক আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং দলের সহযোগী সংগঠনের এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
নানক বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হওয়ায় বিএনপি-জামায়াত ও জাতীয় ঐক্যফ্রন্ট নিশ্চিত পরাজয় জেনে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি-জামায়াত পরাজয়ের ভয় থেকে সন্ত্রাস ও নাশকতার পথ বেছে নিয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, তারা বৃহস্পতিবার সিলেটে কাউছার আহমেদ নামে আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যা ও চারজনকে মারাত্মকভাবে আহত করেছে।
নানক বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা একই দিন আওয়ামী লীগের ৮ টি অফিসে হামলা ও ভাংচুর করেছে, ৪টি স্থানে বোমা হামলা করেছে, ২০ টি নির্বাচনী কেন্দ্র ও প্রচারাভিযানে হামলা চালিয়েছে। দিনাজপুরে তারা এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাহবুবুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে এবং তার হাতের দু’টি আঙ্গুল কেটে নিয়েছে।
নানক বলেন, লন্ডনে পলাতক বিএনপি নেতা তারেক রহমান ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশনা দিয়েছে। তাঁর বক্তৃতায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্টের ও সন্ত্রাস সৃষ্টির পরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি