ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ২

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ২

নিউ সিলেট ডেস্ক :  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল সন্ধ্যার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে বেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, নির্বাচন পরবর্তী দলীয় কর্মকান্ড নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিখিল দত্ত’র সভাপতিত্বে বর্ধিত সভা চলার সময় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে লিটন, আমির হোসেন, শাহিন, আনোয়ার, আজাদ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের উপর হামলা করে। এ সময় ভাটপাড়া গ্রামের আব্দুর রহমান ছেলে আব্দুল আলিম(৪২), ও একই গ্রামের শুকুর আলী (৩৫) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক। তাকে গুরুতর অবস্থায় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ওসি ইউনুস আলী বলেন, অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।



This post has been seen 360 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১