নাটোরে প্রকাশ্যে কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

নাটোরে প্রকাশ্যে কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

নিউ সিলেট ডেস্ক : নাটোরের লালপুরে প্রকাশ্যে এক পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত  লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলাম। এ ঘটনার পর এলাকার পরিস্থিতি থম থমে বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জামিরুল বিরোপাড়া গ্রামের আলহাজ কামরুজ্জামানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রোববার দুপুরে পৌর কাউন্সিলর জামিরুল মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। জামিরুল বিরোপাড়া এলাকার বাড়ি থেকে একটু সামনে গেলে সন্ত্রাসীরা তার গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তার উপর এলোপাতাড়ি কোপাতে থাকে সন্ত্রাসীরা। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় কাউন্সিলর জামিরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামিরুল আওয়ামী লীগ নেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোরের লালপুর উপজেলা পরিষদের সামনে জামিরুলের প্রতিপক্ষ যুবলীগ নেতা জাহারুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। তারপরই জামিরুলের ওপর হামলা করে সন্ত্রাসীরা। ওই হত্যার জেরে এই হত্যাকাণ্ড কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। অবিলম্বে এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। তবে এখনো কেউ থানায় মামলা বা অভিযোগ করেনি। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।



This post has been seen 458 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১