কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ১৩

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ১৩

নিউ সিলেট ডেস্ক : কুমিল্লায় ট্রাক উল্টে ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। শুক্রবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মেসার্স কাজী অ্যান্ড কোং নামে একটি ইটভাটার জন্য আনা কয়লা ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাকটি ইটভাটার শ্রমিকদের একটি ঘরে পড়লে ঘরের ভিতর ঘুমিয়ে থাকা ১২ শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। মারাত্মক আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। বাকিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, নাম-পরিচয় সংগ্রহ তরে তালিকা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ইটভাটার ঘরে ১৫ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন বলে তিনি জানান।



This post has been seen 518 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১