পরীক্ষায় নয়, বিদ্যালয়ে হবে ৩ বিষয়ের মূল্যায়ন : নাহিদ

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

পরীক্ষায় নয়, বিদ্যালয়ে হবে ৩ বিষয়ের মূল্যায়ন :  নাহিদ

নিউ সিলেট ডেস্ক :::::   পরীক্ষার সময় ও শিক্ষার্থীদের উপর চাপ কমাতে চারটি বিষয় এসএসসি পরীক্ষায় অন্তর্ভুক্ত না করে বিদ্যালয় পর্যায়ে ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনা হবে।
বিশিষ্ট শিক্ষাবিদদের সুপারিশের ভিত্তিতে সরকার শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা, চারু ও কারুকলা এবং ক্যারিয়ার শিক্ষা -এ ৩টি বিষয় পরীক্ষায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সচিবালয়ে সোমবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, কবে থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে তা এখনই বলা যাবে না। সবাইকে নিয়ে উপযুক্ত সময়ে আমরা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করব।
শিক্ষাবিদদের সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। এছাড়া ২০১৮ সাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে পরিমার্জিত পাঠ্যপুস্তক পৌঁছানো বলে জানান শিক্ষামন্ত্রী।
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে গত ২৫ ও ২৬ নভেম্বর কক্সবাজারে শিক্ষাবিদদের নিয়ে একটি কর্মশালা করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশ তুলে ধরতে রবিবার সংবাদ সম্মেলন ডাকেন শিক্ষামন্ত্রী।28/11/16-tr24/ns/-



This post has been seen 254 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১