সড়ক দুর্ঘটনায় খুলনায় ৫ ছাত্রলীগ-যুবলীগ নেতা নিহত

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

সড়ক দুর্ঘটনায় খুলনায়  ৫ ছাত্রলীগ-যুবলীগ নেতা নিহত

নিউ সিলেট ডেস্ক : খুলনায় সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ পৌর যুবলীগ ও জেলা ছাত্রলীগের ৫ নেতা নিহত হয়েছেন। রোববার রাত সোয়া ১১টার দিকে খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) বাইপাস সড়কে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, গোপালগঞ্জ পৌর যুবলীগের সহ সভাপতি সাদিকুল আলম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ, ছাত্রলীগ সদস্য অনিমুল ইসলাম ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক গাজী ওয়ালিদ মাহমুদ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত সোয়া ১১টার দিকে একটি প্রাইভেটকার রূপসা সেতু এলাকা থেকে আসছিল। অপরদিকে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে আরেকটি দ্রুতগামী ট্রাক রূপসা সেতুর দিকে যাচ্ছিল। লবণচরা থানা এলাকার খেজুর বাগান অতিক্রম করার সময় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ট্রাকের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ট্রাকটি জব্দ করা হলেও চালকসহ অন্যরা পালিয়ে যায়।
এদিকে, মরদেহগুলো রাতেই গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার বাদ জোহর গোপালগঞ্জ স্টেডিয়ামে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

 

 

 



This post has been seen 376 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১