গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদাকে মুক্ত করাই স্বাধীনতা দিবসে বিএনপির অঙ্গীকার : ফখরুল

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদাকে মুক্ত করাই স্বাধীনতা দিবসে বিএনপির অঙ্গীকার : ফখরুল

নিউ সিলেট ডেস্ক : মহান জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে শ্রেষ্ঠ সন্তান শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আজ মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
এসময় সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করাই এবারের স্বাধীনতা দিবসে বিএনপির অঙ্গীকার। দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশনেত্রীকে আমরা মুক্ত করবো।
ফখরুল আরও বলেন, স্বাধীনতার চেতনা ও আদর্শ নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তা লুণ্ঠিত হয়েছে। বাকশালের আদলে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। আজ দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো অধিকার নেই, গণতন্ত্র নেই। স্বাধীনতার আদর্শকে পুনরুদ্ধার করার জন্য দেশবাসীকে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ দলের সিনিয়র নেতা ও কর্মীদের নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।



This post has been seen 450 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১