গণতন্ত্রই এদেশে অনুপস্থিত : ড. কামাল

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

গণতন্ত্রই এদেশে অনুপস্থিত  : ড. কামাল

নিউ সিলেট ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, স্বাধীনতার ৪৮বছর পরও দেশের মানুষকে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। এবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে নিজেদের অধিকার। আজ মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতার যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, এদেশের মানুষের কথা বলার অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই। ৩০ ডিসেম্বর একটি ভুয়া ভোটের মাধ্যমে অবৈধ সরকার গঠিত হয়েছে।স্বাধীনতার ৪৮ বছর পর আমরা এমনটা আশা করিনি।
কামাল বলেন, গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে। অথচ সেই গণতন্ত্রই এদেশে অনুপস্থিত। এমন অবস্থা চলতে দেয়া যাবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে।দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেয়া হবে। এসময় গণফোরাম নেতারা তার সঙ্গে ছিলেন।



This post has been seen 442 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১