সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯
নিউ সিলেট ডেস্ক : রাজধানীর শ্যামলীতে বালুবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সোহাগ (১৯) ও শিহান (২০)। দীপু নামে একজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মৃধা জানান, শ্যামলী শিশুমেলার বিপরীতে বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত অপর দু’জনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে সেখানে একজন মারা যান। পরে আহত দীপুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
হারুন অর রশিদ আরো জানান, দীপু ভালো আছে। হতাহতরা সম্পর্কে একে অপরের কী হয় তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে তারা মিরপুর এলাকায় থাকতেন বলে আমরা জানতে পেরেছি। তিনি বলেন, মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি