ফের দুদকে তলব রুহুল আমিনকে

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯

ফের দুদকে তলব রুহুল আমিনকে

নিউ সিলেট ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার জাপা নেতাকে তলব করে চিঠিটি পাঠান দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ। আগামী ৪ এপ্রিল সকাল সাড়ে নয়টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে।
চিঠিতে বলা হয়, সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। এর আগে গত বছরের ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে ১৮ সেপ্টেম্বর দুদকে হাজির হতে তলব করা হয়েছিল। সংসদ নির্বাচন, রাজনৈতিক কর্মকাণ্ড ও অসুস্থতার জানিয়ে তিনি তার ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি চেয়ে দুদকে চিঠি পাঠান।
২০১৪ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়টি আমলে নিয়ে রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। পরে তা বন্ধ হয়ে যায়। ২০১৭ সালে নতুন করে অনুসন্ধান শুরু হয়।



This post has been seen 749 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১