সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯
নিউ সিলেট ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ভালো ভালো বক্তব্য দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।তিনি বিএনপির নীতিনির্ধারকদের আন্দোলন না পারলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। আজ শুক্রবার জাতীয় ‘চেতনা বাংলাদেশের’ উদ্যোগে ‘বাংলাদেশের বর্তমান নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান মাহবুব।
বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশে খন্দকার মাহবুব বলেন, ‘দেশের তরুণ সমাজের কাছে নেতৃত্ব দিন, যারা রাজপথ উত্তপ্ত করতে পারবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে। তাদের দায়িত্ব দিয়ে চলে যান। আমরা ব্যর্থদের নেতৃত্ব চাই না।’
কারাবন্দি খালেদা জিয়াকে তিন মাস ধরে কোনো চিকিৎসা দেয়া হয় না উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, ‘অথচ আমরা ভালো ভালো বক্তব্য দিয়ে বেড়াই।’ ‘সময় খুবই সংকীর্ণ। বেগম খালেদা জিয়া যে অবস্থায় আছেন এই অবস্থা চলতে থাকলে আমাদের মহাবিপদ। বলেন মাহবুব, ‘এই বিপদে আমরা ভালো ভালো বক্তব্য শুনতে চাই না। আমরা রাজপথ উত্তপ্ত করতে চাই। রাজপথ উত্তপ্ত করতে যা করা দরকার আমাদের নীতিনির্ধারকরা আশা করি তা-ই করবেন।’
মাহবুব বলেন, ‘সারা দেশের ভোটাররা বিএনপির পক্ষে, তখন আমাদের নেতারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করতে পারল না কেন? এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা জনগণের না, এই ব্যর্থতা আমরা যারা নেতৃত্ব দিয়েছি তাদের। এই ব্যর্থতার দায়দায়িত্ব আমাদের নিতে হবে।’
বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু ভালো ভালো কথা বললেই হবে না। এই ব্যর্থতা কেন আসলো, এর জবাব জনগণকে দিতে হবে।’ খালেদা জিয়ার মুক্তিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, ‘গণতন্ত্র বলুন, ভোটারাধিকার বলুন, মানবাধিকার বলুন যা কিছু বলুন না কেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো কিছুই মুক্তি পাবে না।’
চেতনা বাংলাদেশের সভাপতি ও দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রহিমের সভাপতিত্বে ও কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি