জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৮

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৮

নিউ সিলেট ডেস্ক : জয়পুরহাটের বানিয়াপাড়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন। আজ শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।
স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা একটি বাস বানিয়াপাড়া এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আটজন নিহত হয়। আহত হয় অন্তত ২১ জন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজে অংশ নেয়। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের জেলা আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক সিরাজুল ইসলাম দুর্ঘটনায় আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



This post has been seen 473 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১