সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৯
নিউ সিলেট ডেস্ক : দেশে এই প্রথম হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির ক্যান্সার হাসপাতাল। আর এই হাসপাতালটি হচ্ছে জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। ক্যান্সার হাসপাতাল ছাড়াও একটি নাসিং কলেজ এবং একটি ক্যান্সার রিসার্চ সেন্টার নির্মাণের চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তি স্বাক্ষর প্রতিষ্ঠান হলো- জাপান গ্রিন হসপিটাল, আইচি হসপিটাল লিমিটেড এবং এথিক্স অ্যাডভান্সড টেকনোলোজি লিমিটেড (ইএটিএল)। আর এগুলো উদ্বোধন ২০২০ সালের জানুয়ারিতে করা হবে।
জানা যায়, এই চুক্তির আওতায় বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল, একটি নার্সিং কলেজ এবং একটি মেডিকেল টেকনোলোজি প্রতিষ্ঠান রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য জাপান ২০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই ক্যান্সার হাসপাতালে জাপানের অত্যাধুনিক প্রযুক্তি প্রোটন থেরাপি দিয়ে ক্যান্সার রোগের চিকিৎসা করা হবে, যা এখন পর্যন্ত ব্যাংকক ও সিঙ্গাপুরেও নেই। প্রোটন থেরাপির মাধ্যমে জাপানে ক্যান্সার চিকিৎসায় বিরাট পরিবর্তন দেখা গেছে, যা এই হাসপাতালের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হবে। এই প্রযুক্তি পার্শপ্রতিক্রিয়া ছাড়া ক্যান্সার টিউমারের ওপর প্রভাব ফেলতে সক্ষম। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ক্যান্সাসের জীবাণুকে ধ্বংস করতে সক্ষম প্রোটন থেরাপি। জাপান গ্রিন হসপিটাল, একই গ্রুপ শিপ আইচি মেডিকেল সার্ভিস লিমিটেডের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশে দেশের হার্ট ও কিডনি রোগের চিকিৎসায় ১০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। যার আওতায় দেশের উত্তরায় একটি হাসপাতাল নির্মাণাধীন।
প্রধানমন্ত্র আশা প্রকাশ করে বলেন, এই চুক্তির মাধ্যমে দেশবাসীর অনেক কষ্ট লাঘব করবে। তিনি বলেন, এই হাসপাতাল হলে দেশের সব স্তরের মানুষ এর মাধ্যমে চিকিৎসা পাবে। আর বিদেশে কাউকে যেতে হবে না।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও জাপানে অবস্থিত বাংলাদেশের অ্যামবাসাডর রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন। ত্রি-পক্ষীয় চুক্তিটি স্বাক্ষর করেন জাপান গ্রিন হসপিটালের পক্ষে হিরোয়িকি কোবায়িশি, আইচি হসপিটাল লিমিটেপের ড. মোয়াজ্জেম হোসেন ও ইএটিএল এর ম্যানেজিং ডিরেক্টর এমএ মুবিন খান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি