সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি জিতে নিয়েছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৩৮ রানের জয় তুলে নিয়েছে কেন উইলিয়ামসনের দল। এই ম্যাচে জয়ের ফলে নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে। ৩০ বছর পরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জয় পেলো কিউইরা।
এই সিরিজের আগে নিউজিল্যান্ড সর্বশেষ ১৯৮৫ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় পেয়েছিল। মাঝে ১২টি সিরিজ খেলা হলেও জয় পায়নি একটিতেও। সাতটি সিরিজে হারের পাশাপাশি বাকি পাঁচটিতে ড্র করেছিল তারা।
ম্যাচের চতুর্থ দিন শেষ বিনা উইকেটে ১ রান করে মাঠ ছাড়ে পাকিস্তান। পঞ্চম দিনে জয়ের জন্য তাদের দরকার ছিল ৩৬৮ রান। আর সেই লক্ষ্যে শুরুটাও ভালোই করেছিল তারা। দুই ওপেনার সামি আসলাম ও আজহার আলী জুটি দলকে ১৩১ রান এনে দেয়। কিউই বোলার মিচেল স্যান্টনার এ জুটি ভেঙে দলকে খেলায় ফেরান।
আজহার আলীকে ব্যক্তিগত ৫৮ রানে প্যাভিলিয়নের পথ ধরান স্যান্টনার। এরপর আর ৯৯ রান সংগ্রহ করতেই বাকি সবগুলো উইকেট হারিয়ে বসে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন আসলাম। সব উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসেস পাকিস্তান ২৩০ রান জমা করে। ফলে তাদেরকে ১৩৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
নিউজিল্যান্ডের হয়ে নিল ওয়েইগনার ৩টি এবং স্যান্টনার ও টিম সাউদি ২টি করে উইকেট নেন। এছাড়া ম্যাট হেনরি ও গ্র্যান্ডহোম একটি করে উইকেট নেন।
ম্যাচসেরার পুরস্কারটি পেয়েছেন কিউইদের অভিজ্ঞ পেসার টিম সাউদি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড- ২৭১ ও ৩১৩/৫ ডিক্লেয়ার
পাকিস্তান- ২১৬ ও ২৩০ (৯২.১ ওভার)
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি