অস্ট্রেলিয়া সফরে পরিবর্তন আসছে না পাকিস্তান দলে

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬

অস্ট্রেলিয়া সফরে পরিবর্তন আসছে না পাকিস্তান দলে

নিউ সিলেট ডেস্ক :::   আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আগামী মাসে অজিদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে যে দল নিয়ে খেলেছে তারা অস্ট্রেলিয়া সফরেও একই দল থাকছে পাকিস্তানের।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক ইনজামাম-উল-হক সোমবার এ বিষয়ে জানান, ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলে কোন পরিবর্তন আনা হয়নি। আশা করছি অস্ট্রেলিয়াতে এ দলই ভালো করবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি শেষ হয়েছে সদ্যই। এ সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে খেলতে পারেননি দলের নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল-হক। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। এ টেস্টে তার পারফরম্যান্স ভালো না হলেও তাকেও দলে রেখেছে পাকিস্তান।
আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমটি হবে দিবা-রাত্রির। নিজেদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে মাঠে নামবে পাকিস্তান। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছিল তারা।
পাকিস্তান স্কোয়াড : মিসবাহ-উল-হক (অধিনায়ক), আজহার আলী, সামি আসলাম, শারজিল খান, ইউনিস খান, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, রাহাত আলি, সোহেল খান ও ইমরান খান।



This post has been seen 334 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১