শাহজাদ ও সাব্বিরকে জরিমানা

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬

শাহজাদ ও সাব্বিরকে জরিমানা

নিউ সিলেট ডেস্ক ::::   বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ম্যাচ চলাকালীন সময়ে অসুলভ আচরণের জন্য শাস্তি পেয়েছেন দুই ক্রিকেটার। এরা হলেন রংপুর রাইডার্সের মোহাম্মদ শাহজাদ এবং রাজশাহী কিংসের সাব্বির রহমান রুম্মন।
মাঠে অসুলভ আচরণের জন্য শাহজাদ এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। আর সাব্বিরকে গুনতে হচ্ছে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা।
এছাড়া রংপুরের আরেক বিদেশি ক্রিকেটারও শাস্তির আওতায় পড়েছেন। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে ১২৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা রংপুরের দ্বিতীয় উইকেট পড়ে দলীয় ২৫ রানে। মোহাম্মদ সামির বলে ড্যারেন স্যামির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার পথে সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত করেন শাহজাদ।
পরে বুঝতে পেরে আম্পায়ারের কাছে ছুটে গিয়ে প্রতিবাদ জানায় রাজশাহীর ক্রিকেটারররা। ততক্ষণে রংপুরের ড্রেসিংরুমের সামনে পৌঁছে যান শাহজাদ। আম্পায়ার অবশ্য ঘটনার নোট নিয়ে রাখেন তখনি। আম্পায়ারদের প্রতিবেদন ও টিভি ফুটেজ দেখে এ সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল।
এর আগে ম্যাচের শুরুতে সাব্বির ও শাহজাদের মধ্যে একবার উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ব্যাটসম্যান সাব্বির তখন উইকেটে। কথা কাটাকাটির এক পর্যায়ে উইকেটরক্ষক শাহজাদ সাব্বিরের বুকে ধাক্কাই মেরে বসেন। সাব্বিরও ছাড়ার পাত্র নন। ব্যাট উঁচিয়ে শাহজাদকে ভয় দেখাতে পিছপা হননি তিনি। পরে আম্পায়ারের হস্তক্ষেপে ব্যাপারটির মীমাংসা হয়।
এই ঘটনার জেরেই পরে শাহজাদ নিজে আউট হলে সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত করেন। ম্যাচ শেষে এই ঘটনার তীব্র সমালোচনা করেন রাজশাহীর অধিনায়ক স্যামি।



This post has been seen 321 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১