সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : দক্ষিণ সুরমা উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে রাত ৮টায় উপজেলার সিলাম রিজেন্ট পার্ক রিসোর্ট এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
অহিদুল ইসলাম রুহেলের সভাপতিত্বে এবং শাহ ওলিদুর রহমান, খালেদ আহমদ ও জুনেদ মিয়ার পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বাবু রাখাল দে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ আমাদের সবার। দেশকে এগিয়ে নিতে সবাইকে সততা ও নিষ্টার সাথে কাজ করতে হবে। এতে দেশ যেমন উপকৃত হবে, তেমনি নিজের ভাগ্য পরিবর্তন হবে। এসময় তিনি কন্ট্রাক্টরদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের উদ্দেশ্য বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের কোন বিকল্প নাই। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কাউকে হয়রানির শিকার হতে হবে না। সম্মেলন উদ্বোধন করেন সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা বদরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা শুব্রত ভৌমিক চন্দন, সহ সভাপতি ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, ফারুক আহমদ, সহ প্রচার সম্পাদক ওমর ফারুক ফরহাদ, সিলেট জেলা পরিষদের সাধারণ সম্পাদক আশফাক আহমদ, সদর উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি গুলজার আহমদ জগলু, গোলাপগঞ্জ উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমদ, কানাইঘাট উপজেলা দক্ষিণ সুরমা উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সুমন তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ।
পরে আগামী ২ বছরের জন্য দক্ষিণ সুরমা উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করেন সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আহমদ। এতে মো: অহিদুল ইসলাম রুহেলকে সভাপতি ও শাহ ওলিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ উপদেষ্টা এবং ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপদেষ্টারা হলেন- আফজাল হোসেন, মো: নুরুল হোসেন, মির্জা আলী আকবর, বদরুল ইসলাম, ফখরুল ইসলাম সাইস্তা, আলমগীর হোসেন, শামীম আহমদ, জুলফিকার আলী ভুট্টু, এড. শামীম আহমদ।
কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি মো: নজরুল ইসলাম, গুলজার আহমদ জগলু, জুনেদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আল-সাদিক দুলাল, শাহজাহান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো: খালেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার শাহান, শাহীন আলী, অর্থ সম্পাদক আব্দুল মালেক, সহ অর্থ সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মো: আব্দুস সামাদ, সহ প্রচার সম্পাদক মাহতাব আহমদ, দপ্তর সম্পাদক মো: নুরুল আমিন, সহ দপ্তর সম্পাদক জামিল আহমদ তালুকদার। সদস্য সুমন তালুকদার, ওমর ফারুক ফরহাদ, কালাম হোসেন, মো: জালাল উদ্দিন মুজিবুর রহমান মেম্বার, শাহনুর আহমদ মেম্বার, কামাল চৌধুরী মেম্বার, শৈলন কর দে, মনছুর আহমদ চৌধুরী, সেলিম আহমদ, আবুল কালাম, নুর আলম, মীর মতিউর রহমান, শমসের আলী খালিক, আব্দুস শুকুর, মো: সুয়েব আহমদ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি