সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

নিউ সিলেট রিপোর্ট : সিলেট মহানগর ছাত্রদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক লিমন আহমদ এবং ওয়ার্ড ছাত্রদল নেতা আরিফ আহমদকে গায়েবী মামলায় কারাগারে প্রেরণ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। এক প্রেস বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলয়ার হোসেন নাদিম ও মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এ নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ প্রতিবাদ বার্তায় বলেন, ভোটারবিহীন সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে কোনো কারণ ছাড়েই ছাত্রদল নেতাদের গ্রেফতার করছে। জনগণের মনে ভীতি সঞ্চার করতে ছাত্রদল নেতাদের টার্গেট করে গণগ্রেফতার করছে। এর মধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
তারা বলেন, রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার জন্য সরকার একদলীয় নির্মম দুঃশাসন ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। আর তাদের প্রধান টার্গেট হচ্ছে ছাত্রদল। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতার এর একটি উদাহরণ মাত্র। এসময় অবিলম্বে খালেদা জিয়াসহ গ্রেফতার হওয়া সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
উল্লেখ্য, গত জাতীয় নির্বাচনে দায়েরকৃত এসএমপি মোগলাবাজার থানার গায়েবী মামলায় ৮মার্চ আদালতে আত্মসমর্পন করলে, আদালত কারাগারে প্রেরণ করেন।



This post has been seen 1686 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১