সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি অস্ত্রসহ হত্যা মামলার আসামি মাহবুব আলম লাবু (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে মাহবুব আলম ওরফে লাবুকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তারই দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকার নুরুল ইসলামের পরিত্যক্ত দোচালা ভাঙা টিনের ঘর থেকে একটি বিদেশি পিস্তল ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। ইতোমধ্যে নিবার্চন উপলক্ষে তফসিল ঘোষণার এক মাস আগে থেকেই অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান শুরু হয়েছে।1/12/16-n24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি