খালেদা জিয়ার মুক্তিতে সিলেট ছাত্রদলের শুকরিয়া জ্ঞাপন

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২০

নিউ সিলেট রিপোর্ট : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিতে আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে নিরাপদ দুরত্ব অবস্থান করে দেশনেত্রীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা এবং মহামারী করোনা ভাইরাস থেকে দেশ এবং জাতির সুরক্ষা কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী সরকার তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলায় ফরমায়েসী রায়ে কারাগারে দুই বছরেরও বেশী সময় আটকে রাখে। গুরুতর অসুস্থ হয়ে দেশনেত্রী দীর্ঘদিন থেকে হাসপাতালে চিকিৎসাধিন। শেষ পর্যন্ত সরকার গুরুতর অসুস্থ দেশনেত্রীকে জামিনে মুক্তি দিয়েছে। দেশনেত্রীর জামিন ও মুক্তিতে আমরা মহান আল্লাহর দরবারে শোকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। বিশ^ব্যাপী মহামারী আকার ধারণকারী করোনা ভাইরাসে বিশে^র ন্যায় দেশবাসীও আতংকিত। জাতির এই দুঃসময়ে দেশনেত্রীর মুক্তি নেতাকর্মী এবং দেশবাসীর জন্য আনন্দদায়ক সংবাদ। করোনা ভাইরাস সংক্রমন থেকে সুরক্ষা পেতে সর্বত্র জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। দেশনেত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং মহামারী করোনা থেকে দেশ ও জাতির সুরক্ষা কামনায় মহান আল্লাহর নিকট প্রার্থনা করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। প্রেস-বিজ্ঞপ্তি



This post has been seen 1670 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১