হতাশা ভুলে এল ক্লাসিকোতে চোখ বার্সা কোচের

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬

হতাশা ভুলে এল ক্লাসিকোতে চোখ বার্সা কোচের

নিউ সিলেট ডেস্ক ::::  খানিকটা খাদের কিনারে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র করার পর বার্সা হোঁচট খেয়েছে আরো একবার। এবার কোপা দেল রে’র ম্যাচে এরকুলেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি। মেসি, নেইমার ও লুইস সুয়ারেজদের ছাড়া খেলতে নেমেই এমন পরিণতি হলো বার্সার!
তৃতীয় সারির দল এরকুলেসের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়ে হতাশ বার্সা কোচ লুইস এনরিক। তবে এই হতাশা আকড়ে ধরে রাখতে চান না। ভুলতে চান দ্রুতই। আর হতাশা ভুলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে (এল ক্লাসিকো) চোখ রাখছেন বার্সা বস।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এনরিক বলেন, ‘এই ফল (এরকুলেসের সঙ্গে ড্র) আমাদের প্রত্যাশা ছিল না। এই টাই দ্বিতীয় লেগে আমাদের সমস্যায় ফেলতে পারে। এই ধরনের ম্যাচে ড্র করাটা তো হারের সমান। তবে চ্যাম্পিয়নশিপের অন্যতম সেরা ম্যাচটায় (এল ক্লাসিকো) আমরা চোখ রাখছি। আমাদের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছি।



This post has been seen 358 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১