আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী’র ইন্তেকাল

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০

আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী’র ইন্তেকাল

নিউ সিলেট ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, সাবেক চীফ হুইপ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক সাহানারা বেগম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি…………ওয়াইন্না ইলাহির রাজিউন। গতকাল রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন ।
এদিকে, সাহানারা বেগমের মৃত্যুর খবর শুনে রাতেই আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছে। পরে তাঁর নির্দেশে বিএসএমএমইউ’তে ছুটে যান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নান ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। পরে রাতেই তাঁর ১ম জানাজার নামাজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নান ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয়সহ পরিবারের সদস্য ও বিভিন্ন শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুকে সহপরিবারে ঘাতকেরা হত্যা করে। ওইদিনই সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক সাহানারা বেগমকেও বুলেটে ঝাজরা করে ঘাতকেরা। তখন তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘাতকেরা সেদিন মনে করেছিল তিনি মারা গেছেন। কিন্তু সেই যাত্রায় আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। ১৫ আগস্ট নির্মম বর্বরতার স্বাক্ষী হয়ে বেঁছে ছিলেন তিনি। তবে, ঘতকের বুলেটে ওই সময় তাঁর একটি সন্তান হারান।



This post has been seen 264 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১