ইন্সপেক্টর গোলাম কিবরিয়ার মৃত্যুতে আইজিপি’র শোক

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

ইন্সপেক্টর গোলাম কিবরিয়ার মৃত্যুতে আইজিপি’র শোক

নিউ সিলেট রিপোর্ট : প্রাণঘাতী করোনায় আত্মোৎসর্গকারী বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন-২) এ কর্মরত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম কিবরিয়ার (৫৮) মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ (বিপিএম বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবাণীতে আইজিপি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে নিজের জীবন বিপন্ন করে পুলিশ সদস্যরা দেশ ও দেশের জনগণকে সুরক্ষিত রাখতে অহর্নিশ তাদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। দেশের এই ক্লন্তিলগ্নে   জনগণকে সেবা দিতে গিয়ে বীর পুলিশ কর্মকর্তা গোলাম কিবরিয়া করোনাক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করেছেন। জনসেবায় তাঁর এ সুমহান আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তাঁর এ আত্মত্যাগ সহকর্মীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ পুলিশ চিরদিন তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
তিনি আরও বলেন, প্রতিটি মৃত্যুই আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। তবুও প্রিয় সহকর্মীকে হারানোর এ শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ পুলিশকে এগিয়ে যেতে হবে।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর গোলাম কিবরিয়ার পরিবারের পাশে রয়েছে। তাঁর পরিবারের দেখাশোনার দায়িত্ব রাষ্ট্র ও বাংলাদেশ পুলিশের। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



This post has been seen 486 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১