করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০

করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু

নিউ সিলেট ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আরও ২ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) সকাল ১১টায় একজন রাজধানীর ইমপালস হাসপাতালে ও অন্যজন ভোর ৪টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নিহতরা হলেন- সাব ইন্সপেক্টর এসএম মুকুল মিয়া (৫৫), তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চরকুলী গ্রামে। সোমবার সকাল ১১টায় রাজধানীর ইমপালস হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কনস্টেবল মোঃ আবুল হোসেন আজাদ (৫১) সোমবার ভোর ৪টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানাধীন জয়পাশা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।
নিহত ২ পুলিশ সদস্যের মৃতদেহ বাংলাদেশ পুলিশের উদ্যোগে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশে কর্মরত একজন সিভিল সদস্য ও একজন র‌্যাব সদস্যসহ মোট ২৭ জন সদস্য করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষা দিতে গিয়ে মৃত্যুবরণ করেন।



This post has been seen 427 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১