সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
নিউ সিলেট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব দুর্যোগের সময়ে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করছে সরকার। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বর্তমানে উন্নয়ন কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তারপরেও আমরা উন্নয়নের মূল গতিটা ধরে রাখাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আজ রোববার (২১ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেকের বৈঠকে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে, নিজের পাশাপাশি, পরিবার এমনকি সমাজ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে পারবেনা।
শেখ হাসিনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর ও পুণরায় গুরুত্বারোপ করেন।
দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, জীবন চলতে থাকবে, এটি স্থবির থাকতে পারে না। আমি দেশবাসীকে অনুরোধ করবো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।
প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশে নয়, এটা সমগ্র বিশ্ব। কাজেই এর হাত থেকে মুক্তি পেয়ে মানুষ যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেটাই আমরা চাই। এসময় সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, সাবেক ও বর্তমান সাংসদসহ দেশে এবং প্রবাসে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং এর কবল থেকে সকলের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যসহ দেশে ও প্রবাসে অনেককে হারিয়েছি। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি