পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা শুরু ১০ ডিসেম্বর

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা শুরু ১০ ডিসেম্বর

নিউ সিলেট ডেস্ক ::::  পর্তুগালের লিসবনস্থ বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা শুরু হচ্ছে ১০ ডিসেম্বর (শনিবার)। চলবে ১১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এই দুই দিন বাংলাদেশি অভিবাসীদের কনস্যুলার সেবা দেবে দূতাবাস।
পর্তুগালের বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে দূতাবাসের কনস্যুলার টিম অভিবাসীদের সব ধরনের কনস্যুলার সেবা প্রদান করবেন। এমঅারপি (মেশিন রিডেবল পাসপোর্ট) অাবেদন, জন্ম নিবন্ধন সনদ সংক্রান্ত সেবা ও ডেলিভারি প্রদান করা হবে। এ সময়ের মধ্যে যারা এমঅারপি (মেশিন রিডেবল পাসপোর্ট) পাসপোর্ট নিতে অাগ্রহী তাদেরকে ডেলিভারি স্লিপের নম্বর বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজ (www.facebook.com/BangladeshEmbassylisbon) অথবা দূতাবাসের মোবাইল ফোনে (+৩৫১ ২১২ ৬৯৭ ০৩৭) ৮ ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে।
প্রয়োজনীয় আরো তথ্যের জন্য নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে দূতাবাস থেকে বলা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সহকারি ওয়ায়েস করণী খান (+৩৫১ ৯২০ ০১৫ ১১৪), বাংলাদেশ কমিউনিটি ইন পোর্তোর সভাপতি শাহ অালম কাজল (+৩৫১ ৯৩৮ ৩৩৫ ৮২৫) ও মামুন হাজারী (+৩৫১ ৯৩৬ ৯০৫ ৩০৪)।2/12/16-n24/ns/-



This post has been seen 333 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১