শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভূত

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভূত

নিউ সিলেট ডেস্ক :::::  শরীয়তপুর-ঢাকা মহাসড়কের শরীয়তপুর পৌরসভার রাজগঞ্জ ব্রিজ সংলগ্ন পালং বাজারের উত্তর মাথায় আরএফএল ডোরের দোকানসহ ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে।
বৃস্পতিবার রাত ১টার দিকে সংঘটিত অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
পুড়ে যাওয়াা দোকানগুলো হলো, তুলি ফার্ণিচার অ্যান্ড স্টিল, খাঁন হার্ডওয়ার, আরএফএল ডোর আরিয়ান এন্টারপ্রাইজ, আরিয়ান এন্টারপ্রাইজ, খাঁন স্টিল-১ ও খাঁন স্টিল-২।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। কেউ না থাকায় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে শরীয়তপুর-মাদারীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে ৬টি দোকান পুড়ে যায়।
তুলি ফার্ণিচার অ্যান্ড স্টিল মালিক মো. হাকিম মাদবর বলেন, তার দোকানের নগদ টাকাসহ প্রায় ১ কোটি টাকার ফার্নিচার পুড়ে গেছে।
খাঁন হার্ডওয়ার, আরএফএল আরিয়ান ডোর এন্টার প্রাইজ, আরিয়ান এন্টারপ্রাইজ, খাঁন স্টিল-১, ও খাঁন স্টিল-২ দোকানের মালিকরা জানান, তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
শরীয়তপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগেছে। দোকানগুলো আমাদের ফায়ার স্টেশনের কাছে। হার্ডওয়ার ও ফার্নিচারের দোকানে রং, থিনার ও স্প্রিট ছিল। এগুলোর থাকলে আগুন উপরে উঠে যায় এবং আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণেই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে।2/12/16-n24/ns/-



This post has been seen 317 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮