সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
নিউ সিলেট ডেস্ক : অবশেষে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেপ্তার করেছে র্যাব।করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করে র্যাব। আজ বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার দেবহাটা থানার সাকারবাজারের পাশে অবস্থিত লাবন্যবতি এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, সাতক্ষীরার সীমান্ত দিয়ে সাহেদ বুরকা পড়ে র্যাবের চোখ ফাঁকি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সাহেদ। তবে, একটু দেরি হলে তিনি হয়তো পালিয়ে যেতেন। এসময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পরে সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরে তাকে র্যাবের সদর দপ্তরে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে নিয়ে র্যাব রিজেন্ট হাসপাতালসহ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। এবিষয়ে পরে র্যাবের মহাপরিচালক সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে জানান তিনি। এর আগে রিজেন্টের বিরুদ্ধে করা মামলায় আরও দশজন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে গতকাল সোমবার (১৪ জুলাই) গ্রেপ্তার হয়েছেন রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ।
উল্লেখ্য, ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। গ্রেপ্তার করা হয় আটজনকে। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব। মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয়। প্রধান আসামিসহ ৯ জন আসামিকে পলাতক দেখিয়ে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি