মোহাম্মদ শাহীন ইকবাল নৌ-বাহিনীর প্রধান

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

মোহাম্মদ শাহীন ইকবাল নৌ-বাহিনীর প্রধান

নিউ ডেস্ক : নৌ-বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ শাহীন ইকবাল। আজ রোববার (২৬ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতে তাকে ভাইস-অ্যাডমিরালের র‌্যাঙ্ক ব্যাজে সজ্জিত করা হয়। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌ-প্রধান মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস-অ্যাডমিরালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, আজ রোববার (২৬ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌ-প্রধান মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস-অ্যাডমিরালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নৌ-প্রধানের সাফল্য কামনা করেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। এর আগে সরকার সহকারী চিফ অফ নেভাল স্টাফ (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নতুন চিফ অফ নেভাল স্টাফ (সিএনএস) পদে নিয়োগ দেয়া হয়। মোহাম্মদ শাহীন ইকবাল বিদায়ী নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।



This post has been seen 307 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১