রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
ইসরাফিল আলম আর নেই

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

<span style='color:#ff0000;font-size:20px;'>রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ </span> <br/> ইসরাফিল আলম আর নেই

নিউ সিলেট ডেস্ক : নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। আজ সোমবার (২৭ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইসরাফিলের ভাগিনা মনোয়ার হোসেন।
তিনি জানান, নিহতের লাশ নওগাঁয় নেওয়া হবে। এরপর তাঁর বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
গত ২৩ জুলাই তীব্র শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের ভেন্টিলেশনে ভর্তি ছিলেন। এর আগে গত ৬ জুলাই প্রথমে তাঁর শারিরিক অবস্থা খারাপ হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন করোনা সন্দেহ হলে নমুনা পরিক্ষা করা হলে ফল পজেটিভ আসে। সেখানে কিছু দিন চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ হলে তাকে বাসায় আনা হয়। পরে আবার নমুনা পরিক্ষা করা হলে করোনা নেগেটিভ রিপোর্ট আসে। এ অবস্থায় গত ১৭ জুলাই আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে তাকে স্কয়ার হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়। অবশেষে আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৬টার দিকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান সংসদ সদস্য ইসরাফিল আলম। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইসরাফিল আলম নওগাঁ-৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। ইসরাফিল আলম ১৯৬৬ সালে নওগাঁ রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে জন্মগ্রহণ করেন।
এদিকে, সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এড. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তাঁরা বলেন, ইসরাফিল আলম আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



This post has been seen 282 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১