সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান বলেছেন, করোনাভাইরাসের কারনে বিশে^র বিভিন্ন দেশ যেভাবে অর্থনৈতিক সংকটে পড়েছে তার চেয়ে অনেক ভাল অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনার কারণে আমরা করোনাভাইরাসের ব্যাপক ক্ষতি থেকে অনেকটা কাটিয়ে উঠেছি। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে, তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন। সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউপি আওয়ামী লীগের উদ্যোগে ও চেয়ারম্যান হিরন মিয়ার সার্বিক সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।
মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরন মিয়ার সভাপতিত্বে ও ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাহিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব রাখেন. সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি অধ্যক্ষ মো: সুজাত আলী রফিক, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এডিশনাল পিপি এড. মাফুজুরর রহমান মাজফুজ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এড. নূরে আলম সিরাজী, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা শমসের জামাল, জেলা আওয়ামী লীগ নেতা এড. মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য মো: শাহনুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, আওয়ামী লীগ নেতা শাহজান আহমদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঞ্জিত বাবু, ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়র হোসেন, আওয়ামী লীগ নেতা তামিম ইবনে রহমান, কামরুজ্জামান, কেরামত আলী, যুবলীগ নেতা কতুব উদ্দিন, সামছুদ্দিন, এখলাছুর রহমান, ছাত্রলীগ নেতা আলী হোসেন, কামরুল ইসলাম, সদর উপজেলা তাঁতী লীগের আহবায়ক দিলোয়ার হোসেন, ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক নুর মিয়া, মকর উদ্দিন, যুগ্ম আহবায়ক মাসুদ ইবনে লেবু প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি