শুভেচ্ছা বিনিময়কালে আইজিপি
বাংলাদেশকে মাদকমুক্ত ও দুর্নী‌তিমুক্ত কর‌তে চাই

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০

<span style='color:#ff0000;font-size:20px;'>শুভেচ্ছা বিনিময়কালে আইজিপি </span> <br/> বাংলাদেশকে মাদকমুক্ত ও দুর্নী‌তিমুক্ত কর‌তে চাই

নিউ সিলেট ডেস্ক: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম বার বলেছেন, প্রধানমন্ত্রী দেশ‌কে দুর্নী‌তিমুক্ত ও মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাদকমুক্ত দেশ গড়তে পুলিশকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত করতে আমি জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আমরা বাংলাদেশকে ‘মাদকমুক্ত’ কর‌তে চাই। আজ শনিবার (১ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে পুলিশ অফিসার ও ফোর্সের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।
ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশের কোনো সদস্য মাদক গ্রহণ কর‌বে না, মাদক ব্যবসার সাথে জড়িত হবে না, মাদকের সাথে সম্পর্ক রাখবে না। পুলিশ হবে মাদকমুক্ত।
তিনি বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। আমরা জনগণের সাথে জনগণের পুলিশ হয়ে থাকতে চাই। এসময় তিনি বলেন, পুলিশকে শারীরিক শক্তি ব্যবহার না করে আইনি সক্ষমতা প্রয়োগ ও মান‌বিক মূল্য‌বো‌ধে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন কর‌তে হ‌বে।
করোনাকালে জনগণকে সুরক্ষা, আইনি ও নিরাপত্তা সেবা প্রদানে পুলিশের অনন্য অবদানের প্রশংসা করে আইজিপি বলেন, গত তিন মাসে পুলিশ জনগণের কল্যা‌ণে অভূতপূর্ব নজির স্থাপন করেছে। পুলিশ মানুষের বিশ্বাস, সম্মান ও আস্থা অর্জন করেছে। পুলিশকে তাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছে। তিনি বলেন, মানুষকে ভালবাসলে মানুষের ভালোবাসা পাওয়া যায়।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রী রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন। আমরা এ সময়ের মধ্যেই উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি।
করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান আইজিপি। তিনি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



This post has been seen 342 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১