সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি শহীদ উল্লাহ তালুকদার বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যুবদলকে তৃনমূল থেকে শক্তিশালী করা হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ আমরা পূণ্য ভুমি সিলেট থেকে জাতীয়তাবাদী যুবদলকে সু সংগঠিত করতে করোনা মহামারীর এই সংকটে কার্যক্রম শুরু করেছি। তিনি বলেন, বিশ্বনাথ উপজেলা যুবদলকে শক্তিশালী করার নৈতিক দায়িত্ব আমাদের। কারণ, এই উপজেলা বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসিনার গুম কারাগারে আটক জননেতা এম ইলিয়াস আলীর জন্ম ভুমি। সুতরাং এখানের নেতৃত্ব নির্বাচনে এম ইলিয়াস আলীর মতো আপোষহীন রাজনৈতিক নেতৃত্বর মাধ্যমে গঠন করা হয়।
তিনি আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সিলেট নগরীর একটি অভিযাত হোটেলে সিলেট জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিশ্বনাথ উপজেলা যুবদলের সাথে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।
সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আনছার উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বিশ্বনাথের দায়ীত্ব প্রাপ্ত এড. মোমিনুল ইসলাম মোমিন, জেলা সদস্য আক্তার আহমদ, সদস্য বিশ্বনাথের দায়িত্ব প্রাপ্ত মিজানুর রহমান নেছার, জেলা সদস্য লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েছ আহমদ, অলিউর রহমান, ফখরুল ইসলাম রুমেল, মতিউর রহমান আফজল, মাসুক আহমদ, বিশ্বনাথ টিমের দায়িত্ব প্রাপ্ত আমিনুল ইসলাম আমীন।
উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সুরমান খান, যুগ্ম আহবায়ক কদর আলী, মুসলিম আলী, তাজুল ইসলাম, সামছুল ইসলাম, গ্রবিন্দ মালাকার, আব্দুল লতিফ, ১নং লামাকাজী ইউপির সাধারণ সম্পাদক ওকিউর রহমান আতিক, ২নং খাজাঞ্চি ইউপির সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ৩নং অলংকারী ইউপির আক্তার হোসেন, ৪নং রামপাশা ইউপির সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, ৫নং দৌলতপুর ইউপির সভাপতি রমজান আলী, ৬নং বিশ্বনাথ ইউপির যুগ্ম সম্পাদক তানভীর হোসেন, ৭নং দেওকলস ইউনিয়নের জাকারিয়া শিকদার, ১০ঘর ইউপির সভাপতি দিলু মিয়া, এছাড়াও বিশ্বনাথ উপজেলা ও ইউপির যুবদলের নেতাকর্মী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি