ট্রাম্পের মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন ডেমোক্রেট সিনেটর

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

ট্রাম্পের মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন ডেমোক্রেট সিনেটর

নিউ সিলেট ডেস্ক ::::  সিনেটে ডেমোক্রেট দলের সদস্য নর্থ ডেকোটার সিনেটর হেইডি হেটকাম্প ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন বলে গুঞ্জন বেড়েছে। হেইডি হেটকাম্প নিজেই জানিয়েছেন শুক্রবার তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন। তবে কী নিয়ে হচ্ছে এ বৈঠক, কেন তিনি যাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
বার্তা সংস্থা সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, সিনেটর হেইডি রেড স্টেট বা কট্টর রিপাবলিকান রাজ্য নর্থ ডেকোটার একজন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ২০১৮ সালের নির্বাচনে তার জয়ী হয়ে আসার সম্ভাবনা একেবারেই কম। এদিকে এখনই তিনি যদি তার বর্তমান সিনেট পদ ছেড়ে দিয়ে ট্রাম্পের প্রসাশনে যোগ দেন, তাহলে সিনেটে এমনিতেই পিছিয়ে পড়া ডেমোক্রেটরা আরো সংখ্যালঘু হয়ে উঠবে।এমন অবস্থায় ডেমোক্রেট সিনেটর আর রাজনীতিকরা তাদের একটি সিনেট সিট হারারোর শঙ্কায় আছেন। তবে সিনেটর হেইডি বলছেন, তার রাজ্যের জন্য যেটা ভালো হয় সেটাই তিনি করবেন। ধারণা করা হচ্ছে হেইটিকে জ্বালানি মন্ত্রণালয় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
বিপরিত দল থেকে মন্ত্রিসভায় যোগ দেওয়াটা যুক্তরাষ্ট্রে একটি স্বীকৃত রেওয়াজ হলেও সাম্প্রতিক সময়ে এটা দেখা যায়নি। আর প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প তখন তার মন্ত্রিসভায় সদ্য বিদায়ী কোনো ডেমোক্রেট সিনেটর কাজ করবেন সেটা বড়ই বেমানান মনে হচ্ছে অনেকের। বিষয়টি নিয়ে ডেমোক্রেট মহল বড়ই বিব্রত বলে জানিয়েছে সিএনএন।
এদিকে, বৃহস্পাতিবার ট্রাম্প প্রসাশনের প্রতিরক্ষামন্ত্রী বা ডিফেন্স সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিরক্ষা মহলে ‘ম্যাড ডগ’ বা ’পাগলা কুকুর’ হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত মেরিন কর্মকর্তা জেনারেল মাট্টিস। জেনারেল মাট্টিস বিগত ৪০ বছর ধরে মেরিন সেনা হিসেবে কাজ করেছেন। তিনি ২০ বছর ধরে মেরিন কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে তার হুমসিক্যাল নানা সিদ্ধান্ত আর অপারেশন এর জন্য বেশ পরিচিত। ২০০৫ সালে সানডিয়াগোতে একটি সম্মেলনে তার বক্তব্য, ’কিছু মানুষকে মেরে ফেললে আনান্দ পাওয়া যায়’ বেশ বিতর্কিত হয়। মেরিন সেন্ট্রাল কমান্ডে তিনি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে অবসর গ্রহণের পর স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিষ্ঠানে ফেলো হিসেবে যোগ দান করেন। তার মন্ত্রিভায় যোগদানের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কংগ্রেসে মন্ত্রি নিয়োগ বিধিমালায় একটি পরিবর্তন আনতে হবে বলে বলছে শীর্ষ গণমাধ্যমগুলো। কেননা, সেনা কর্মকর্তাদের প্রশাসনে যোগ দিতে অবসরের পর ৭ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। জেনারেল মাট্টিস মাত্র ৪ বছর আগে দায়িত্ব থেকে অবসর নিয়েছিলেন। তিনি প্রায় তিন মিলিয়ন সেনার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য সিরিয়া -ইরাকে আইএস দমন আর রাশিয়ার আগ্রাসন বন্ধে তিনি কীভাবে দায়িত্ব পালন করেন সেটা দেখার অপেক্ষায় অনেকেই।
এই যখন ট্রাম্পের অভ্যন্তরীন মন্ত্রিসভা গঠনের তোড়জোড় তখন এই মন্ত্রিসভা দিয়ে তার নির্বাচনী প্রচারণার ওয়াদাসমূহ কীভাবে পালন করবেন সেটা নিয়ে কাজ করতে শুরু করেছেন। ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন পরবর্তী ধণ্যবাদ আমেরিকা ভ্রমণ শুরু করেছেন, ওহাইয়োর সিনসিনাটি দিয়ে। বৃহস্পতিবার ব্যাটেলগ্রাউন্ড রাজ্য ওহাইয়োতে তিনি এই ভ্রমণ শুরু করে ওহাইয়োর ভোটারদের ধণ্যবাদ দিয়েছেন। তার জয়ে ভূমিকা রাখার জন্য সেখানে ট্রাম্প বলেন, আমার মন্ত্রিসভায় একটি দারুন কর্মীদলের সম্মিলণ হচ্ছে। আমরা আমেরিকাকে গ্রেট বানানোর সব পূর্ব প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি।2/12/16-pb/ns/-



This post has been seen 296 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১