সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০
নিউ সিলেট ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর নানা অত্যাচার নির্যাতন শুরু করে বিএনপি। আর খালেদা ও তারেক রহমানের প্রধান টার্গেট ছিল আমাকে হত্যা করা। তারা ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী আওয়ামী লীগের সমাবেশে আমার উপর গ্রেনেড হামলায় চালায়। তিনি বলেন, সেদিন দেশের মানুষের জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এছাড়া ওইদিন যে ঘটনা ঘটেছে তাতে আমার বাঁচার কথা নয়।
আজ শুক্রবার সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলাসহ দেশের ৫ শতাধিক স্থানে এক সাথে বোমা হামলা, সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে আমরা যখন বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ও র্যালি করতে যাই, সেই সমাবেশে গ্রেনেড হামলা চালায় বিএনপি। ওই হামলায় আমি প্রাণে রক্ষা পেলেও আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী মৃত্যুবরণ করেন এবং আহত হন ৫ শতাধিক নেতাকর্মী।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার ভবিষ্যদ্বাণী বক্তব্য প্রত্যেকটা ঘটনা ঘটার আগে রেখেছিলেন, সেগুলোই তার প্রমাণ। এসময় প্রধানমন্ত্রী বলেন, কোটালীপাড়ায় বোমা হামলার আগে তিনি বলেছিলেন, ১০০ বছর ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ। আবার ২১ আগস্ট বোমা হামলার আগে খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা কোনো দিন বিরোধী দলের নেতা হতে পারবেন না। এ বক্তব্যগুলো প্রমাণ করে যে এই গ্রেনেড হামলার সঙ্গে তারা জড়িত। এছাড়া ওই সময় ঘটনার আলামত নষ্ট করা একটি প্রধান প্রমাণ।
প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায়, অনুষ্ঠানে ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ সালের ২১ আগস্ট শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি