২১ আগস্ট হামলার দায়ে খালেদাকে বিচারের আওতায় আনা প্রয়োজন: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

২১ আগস্ট হামলার দায়ে খালেদাকে বিচারের আওতায় আনা প্রয়োজন: তথ্যমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার মসনদে আরোহণ করেন। আর ক্ষমতা নিষ্কন্টক রাখতে তৎকালীন সময়ে সেনাবাহিনীর শতশত জওয়ানকে হত্যা করেন। বেগম জিয়াও একইপথ অনুসরণ করেন। তিনি বলেন, ২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর শাহ এএমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার, মমতাজ উদ্দীন, মঞ্জুরুল ইমামকে জনসভার মধ্যে হামলা করে হত্যা করা হয়েছে। শেখ হেলাল, সুরঞ্জিত সেন গুপ্তের ওপর হামলা হয়েছে। বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার প্রয়াসে এবং খায়েশে ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা হয়।’ আর এই অভিযোগে বিচারের জন্য খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা প্রয়োজন।’
আজ শনিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে’ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন টয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহ্মুদ বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়া দেশের প্রধান বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা বিধান করতে পারেননি, এই হামলার দায় তিনি এড়াতে পারেন না, তার জ্ঞাতসারেই এই হামলা হয়েছে। এসময় তিনি বলেন, এই হামলার বিচারকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তখন যা কিছু করা হয়েছে, সবকিছুর দায় তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ওপর বর্তায়।
তথ্য মন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর ইতিহাসেই একটি ন্যাক্কারজনক ঘটনা। তিনি প্রশ্ন রেখে বলেন, বিশ্বের কোন দেশে সংসদের বিরোধী দলের নেতা যেখানে বক্তব্য রাখেন, সেখানে এরকম গ্রেনেড হামলা করা হয়েছে? এসময় বিএনপির নেতাদের বক্তব্যের সমালোচানা করে বলেন, বিএনপির অনেক নেতারা গতকাল বক্তব্যে বলেছেন, সেগুলো সবই ‘ঠাকুর ঘরে কে রে! আমি কলা খাই না’ ধরনের কথা। তাদের উচিত এই ঘৃণ্য হামলার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা। তাহলে হয়তো জনবিচ্ছিন্ন বিএনপিকে আবার জনগণ কাছে নিলেও নিতে পারে।” এসময় তিনি বলেন, কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে, আন্তর্জাতিকভাবেও বিএনপি একটা সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত।
এর আগে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাদের আত্মার শান্তিকামনা করেন মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, আহমেদ ইমতিয়াজ মন্নাফী, স্বাধীনতা পরিষদ সভাপতি জিন্নাত আলী জিন্নাহ প্রমুখ।



This post has been seen 429 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১