সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০
নিউ সিলেট রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৮নং মোগলাবাজার ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে খালোরমুখ বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মোগলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: নামর আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা ফয়েজুর রহমান বেলালের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ মাহমুদ আলী, ময়নুল ইসলাম মঞ্জু ও শাহ আব্দুল মুকিত। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আপ্তাব উদ্দিন, এম.এ মুনিম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সদস্য ইসলাম উদ্দিন, ইউনিয়ন কমিটির সদস্য মো: ছুরাব আলী, মকছুদ আলী মনা, জুলছ মিয়া চৌধুরী, মো: রেজন মিয়া, মো: সুরমান আলী, আমির আলী, সুমন আহমদ আনছার, আক্কাছ মিয়া, কালাম আহমদ, আশরাফ আহমদ, নজরুল ইসলাম, জামাল আহমদ, আব্দুল শহিদ, কামাল আহমদ, মুহিত আহমদ, কামাল আহমদ, দিলাল মিয়া, ডা: আব্দুল শহিদ, ছাত্রদল নেতা কাওছার হামিদ, তারেকুর রহমান, সুমন আহমদ, সুহিন আহমদ, তায়েফ আহমদ, আমিনুল ইসলাম, ছালেহ আহমদ, হাবিব হোসেন (রুমন), ফাহিম আহমদ ও ফাহাদ হোসেন প্রমূখ।
সভায় উপস্থিত নেতাকর্র্মীদের মতামতের ভিত্তিতে নজরুল ইসলামকে সভাপতি, জামাল মিয়াকে সাধারণ সম্পাদক ও শাহেদুল আলম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দেশব্যাপী দল পূনর্গঠন প্রক্রিয়া চলছে। এর ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা উপজেলা ও সকল ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। এবার ওয়ার্ড কমিটি গঠন চলছে। ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে বিএনপির প্রতিটি ইউনিট কমিটি গঠন করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শক্তিশালী তৃনমূল বিএনপি গঠন করা হবে। গুম নামক অপরাজনীতির শিকার হয়ে নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ এবং গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দিন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি