ইসলামকে অসম্মান করায় ইন্দোনেশিয়ার গভর্নরকে গ্রেফতারের দাবি

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

ইসলামকে অসম্মান করায় ইন্দোনেশিয়ার গভর্নরকে গ্রেফতারের দাবি

নিউ সিলেট ডেস্ক ::::  ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার খ্রিস্টান গভর্নর বাসুকি তাহাজ পুর্নমাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবারের ওই বিক্ষোভে লাখো মুসলিম অংশ নিয়েছেন। ওই গভর্নর ইসলামকে অসম্মান করায় তাকে গ্রেফতারের দাবি জানিয়ে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সাদা ঢিলেঢালা ইসলামি পোশাক পরে বড় একটি পার্কে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। সে সময় তারা ইসলামি গান এবং জাতীয় সংগীত গেয়ে স্লোগান দিতে থাকেন।
এর আগেও বাসুকির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ইন্দোনেশিয়ার মুসলিমরা। এ বিক্ষোভে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে ২০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
এর আগে নির্বাচনী প্রচারণায় ইসলাম ধর্মকে নিয়ে কটু মন্তব্য করেছিলেন বাসুকি। ফলে শুধু ইন্দোনেশিয়াতেই নয় বরং বিশ্বজুড়ে বিভিন্ন মুসলিম দেশেও এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ইতোমধ্যেই বাসুকির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে তার বিরুদ্ধে শুধু অভিযোগ গঠন করায় বিক্ষোভকারীদের ক্ষোভ থামানো যাচ্ছে না।
বিক্ষোভকারীরা ওই গভর্নরকে গ্রেফতারের দাবি জানিয়ে স্লোগান দেন। জাকার্তা থেকে ২০০ কিলোমিটার দূরবর্তী গারুত শহর থেকে আসা রিকি সুবাগিয়া (২৬) নামের এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা সবাই ন্যায়বিচার চাই। আমরা চাই তাকে (গভর্নর) আটক করা হোক।2/12/16/n24/ns/-



This post has been seen 301 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১