এল ক্লাসিকোতে দেখা যাবে আসল বার্সাকে

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

এল ক্লাসিকোতে দেখা যাবে আসল বার্সাকে

নিউ সিলেট ডেস্ক ::::  রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র। এরপর বার্সেলোনা কোপা দেল রে’র ম্যাচে এরকুলেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। কিছুটা ছন্দহীন হয়ে পড়েছে কাতালান ক্লাবটি! তবে যে দুটি ম্যাচে বার্সা ড্র করেছে, সেই দুটি ম্যাচে একসঙ্গে খেলতে পারেননি মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ।
আক্রমণভাগে এই ত্রয়ীর অভাবটা ভালোভাবেই টের পেয়েছে বার্সা। এমন ছন্দহীন অবস্থায় এল ক্লাসিকোতে কেমন করবে বার্সা? চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তো রয়েছে ফর্মের তুঙ্গে। তাছাড়া দলটির সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো ফর্মহীনতা কাটিয়ে ফিরেছেন স্বরূপে।
এদিকে বার্সেলোনার অন্যতম সেরা ডিফেন্ডার জেরার্ড পিকে জানিয়ে দিয়েছেন, বিয়ালের মুখোমুখি হতে তার দল (বার্সেলোনা) প্রস্তুত। মেসি-নেইমাররা শতভাগ দিতে পারলে এল ক্লাসিকোতে জয় নিয়েই মাঠ ছাড়বে বার্সা। পিকে বলেন, ‘দল এখন যে অবস্থায়ই থাকুক না কেন এল ক্লাসিকোতে আসল বার্সাকে দেখা যাবে।’
জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বার্সা। দলীয় কোচ লুইস এনরিকের ভাষায়, ‘এবার ক্লাসিকোতে জিততে হবে। সোসিয়েদাদের বিপক্ষে ড্র করা উচিত হয়নি। এটা (দুঃসময়) আমাদের কাটিয়ে উঠতে হবে।2/12/16-n24/ns/-



This post has been seen 316 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১